Susmita Goswami - Bolre Jaba Bol текст песни

Текст песни Bolre Jaba Bol - Susmita Goswami




বল রে জবা বল, বল
কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল
জবা, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল
বল রে জবা বল
বল রে জবা বল
বল রে জবা বল
মায়া-তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে
মায়া-তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে
মুক্তি পেলি, উঠলি ফুটে আনন্দ-বিহ্বল
তোর সাধনা আমায় শেখা
জবা, তোর সাধনা আমায় শেখা, জীবন হোক সফল
বল রে জবা বল
বল রে জবা বল
বল রে জবা বল
কোটি গন্ধ-কুসুম ফোটে বনে মনোলোভা
কেমনে মার চরণ পেলি তুই, তামসী জবা
কোটি গন্ধ-কুসুম ফোটে বনে মনোলোভা
কেমনে মার চরণ পেলি তুই, তামসী জবা
তোর মতো মার পায়ে রাতুল হবো কবে প্রসাদী ফুল
তোর মতো মার পায়ে রাতুল হবো কবে প্রসাদী ফুল
কবে উঠবে রেঙে
ওরে, মায়ের পায়ের ছোঁয়া লেগে উঠবে রেঙে
কবে তোরই মতো রাঙবে রে মোর মলিন চিত্তদল
বল রে জবা বল
বল রে জবা বল
বল রে জবা বল
কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল
বল রে জবা বল
বল রে জবা বল
বল রে জবা বল



Авторы: Kazi Najrul Islam


Внимание! Не стесняйтесь оставлять отзывы.