Текст песни Ke Paralo Munda Mala - Susmita Goswami
কে
পরালো
মুণ্ডমালা
আমার
শ্যামা
মায়ের
গলে
কে
পরালো
মুণ্ডমালা
আমার
শ্যামা
মায়ের
গলে
সহস্র
দল
জীবন
কমল
দোলে
রে
যার
চরণ
তলে
কে
পরালো
মুণ্ডমালা
আমার
শ্যামা
মায়ের
গলে
কে
পরালো
মুণ্ডমালা,
মা
কে
বলে
মোর
মাকে
কালো
মায়ের
হাসি
দিনের
আলো
কে
বলে
মোর
মাকে
কালো
মায়ের
হাসি
দিনের
আলো
মায়ের
আমার
গায়ের
জ্যোতি
মায়ের
আমার
গায়ের
জ্যোতি
গগন
পবন
জলে
স্থলে
আমার
শ্যামা
মায়ের
গলে
কে
পরালো
মুণ্ডমালা
আমার
শ্যামা
মায়ের
গলে
কে
পরালো
মুণ্ডমালা,
মা
শিবের
বুকে
চরণ
যাহার
কেশব
যারে
পায়
না
ধ্যানে
শব
নিয়ে
সে
রয়
শ্মশানে
কে
জানে
কোন
অভিমানে
শিবের
বুকে
চরণ
যাহার
কেশব
যারে
পায়
না
ধ্যানে
শব
নিয়ে
সে
রয়
শ্মশানে
কে
জানে
কোন
অভিমানে
সৃষ্টিরে
মা
রয়
আবরি
সেই
মা
নাকি
দিগম্বরী
সৃষ্টিরে
মা
রয়
আবরি
সেই
মা
নাকি
দিগম্বরী
তারে
অসুরে
কয়
ভয়ঙ্করী
অসুরে
কয়
ভয়ঙ্করী
ভক্ত
তায়
অভয়া
বলে
আমার
শ্যামা
মায়ের
গলে
কে
পরালো
মুণ্ডমালা
আমার
শ্যামা
মায়ের
গলে
সহস্র
দল
জীবন
কমল
দোলে
রে
যার
চরণ-তলে
কে
পরালো
মুণ্ডমালা
আমার
শ্যামা
মায়ের
গলে
কে
পরালো
মুণ্ডমালা,
মা
Внимание! Не стесняйтесь оставлять отзывы.