Susmita Goswami - Padmar Dheu Re текст песни

Текст песни Padmar Dheu Re - Susmita Goswami




পদ্মার ঢেউ রে
মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে
পদ্মার ঢেউ রে
মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে
পদ্মার ঢেউ রে
এই পদ্মে ছিল রে যার রাঙা পা
আমি হারায়েছি তারে
পদ্মার ঢেউ রে
মোর পরান বঁধু নাই
পদ্মে তাই মধু নাই নাই রে
বাতাস কাঁদে বাইরে
সে সুগন্ধ নাই রে
মোর রূপের সরসীতে আনন্দ-মৌমাছি
রূপের সরসীতে আনন্দ-মৌমাছি নাহি ঝংকারে
পদ্মার ঢেউ রে
মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে
পদ্মার ঢেউ রে
পদ্মা রে, ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনই ঝিলমিল করে কৃষ্ণ কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস তারে, দিস এই পদ্ম তার পায়
বলিস কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে
ফেলে গেল চির-অন্ধকারে
পদ্মার ঢেউ রে
মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে



Авторы: Kazi Nazrul Islam, Neepabithi Ghosh


Внимание! Не стесняйтесь оставлять отзывы.