Tahsan feat. Kona & Amit & Ishan - Keno Ke Jane текст песни

Текст песни Keno Ke Jane - Tahsan , Kona



কখনো হয়নি এমন,
থেমেছে হঠাৎ এভাবে সব আয়োজন
অপারগতা ব্যথা হয়ে বেজে যাবে আজীবন
থামবেনা হৃদয়ের এই আলোড়ন
আমার যে তোমাকেই প্রয়োজন
আমার যে তোমাকেই প্রয়োজন।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই
পেয়েও যদি আবারও হারাই
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়
তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়,
মানে না হৃদয়।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
কেউ ডোবে অসম্ভবে
কেউ সম্ভবে
কিভাবে করি ভুলের ভেতর,
আজীবন বসবাস
আমি জেনেছি গভীরে হৃদয়চিরে
কে তুমি কে আমার নিঃশ্বাস
আমি আজি ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়
তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়,
মানে না হৃদয়।
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
(Kabbo Raj




Tahsan feat. Kona & Amit & Ishan - Keno Ke Jane
Альбом Keno Ke Jane
дата релиза
16-11-2018



Внимание! Не стесняйтесь оставлять отзывы.