Текст песни Alo (Power Lounge) - Tahsan
তুমি
আর
তো
কারো
নও
শুধু
আমার
যত
দূরে
সরে
যাও
রবে
আমার
স্তব্ধ
সময়টাকে
ধরে
রেখে
স্মৃতির
পাতায়
শুধু
তুমি
আমার
কেন
আজ
এত
একা
আমি
আলো
হয়ে
দূরে
তুমি
আলো
আলো
আমি
কখনো
খুঁজে
পাবো
না
চাঁদের
আলো
তুমি
কখনো
আমার
হবে
না
আলো
আলো
আমি
কখনো
খুঁজে
পাবো
না
চাঁদের
আলো
তুমি
কখনো
আমার
হবে
না
হবে
না,
হবে
না,
হবে
না
রোমন্থন
করি
ফেলে
আশা
দৃশ্যপট
স্বপ্নে
আঁকা
লুকিয়ে
তুমি
কোন
সুদুরে
হয়তো
ভবিষ্যতের
আড়ালে
ঘাসের
চাদরে
শুয়ে
একা
আকাশের
পানে
চেয়ে
জেগে
থাকা
তবে
আজ
এত
একা
কেন
আলো
হয়ে
দূরে
তুমি
আলো
আলো
আমি
কখনো
খুঁজে
পাবো
না
চাঁদের
আলো
তুমি
কখনো
আমার
হবে
না
আলো
আলো
আমি
কখনো
খুঁজে
পাবো
না
চাঁদের
আলো
তুমি
কখনো
আমার
হবে
না
হবে
না,
হবে
না,
হবে
না
কেন
আজ
এত
একা
আমি
আলো
হয়ে
দূরে
তুমি
আলো
আলো
আমি
কখনো
খুঁজে
পাবো
না
চাঁদের
আলো
তুমি
কখনো
আমার
হবে
না
আলো
আলো
আমি
কখনো
খুঁজে
পাবো
না
চাঁদের
আলো
তুমি
কখনো
আমার
হবে
না
হবে
না,
হবে
না,
হবে
না
Внимание! Не стесняйтесь оставлять отзывы.