Tahsan - Ami Shei Shuto текст песни

Текст песни Ami Shei Shuto - Tahsan



আমি সেই সুতো হবো
যে তোমায় আলোকিত করে
নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো
যে তোমায় পার করে
নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ
যে তোমায় দেখেই বুঁজে যাবো
হবো সেই সুর
যে তোমায় মাতিয়ে করুণ হবো
হব সেই চাঁদ
যে হয়ে গেলে রাত
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলে
আবার ফুরিয়ে যাবো
শুধু ভালবেসো আমায়
জড়িয়ে আমার চোখের বৃষ্টি
আনবো রংধনু
শুধু আপন থেকো, ভালবেসো
ভালবেসো আমায়
করে প্রমাণ মহৎ তোমায়
হয়ে যাব আমি নগণ্য
এই অপরাধে হলে আমি অপরাধী
ভেবে নেবো এটাই পূন্য
আমি সেই সুতো হবো
যে তোমায় আলোকিত করে
নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকা হবো
যে তোমায় পার করে
নিজে নিজেই ডুবে যাবো
হব সেই চোখ
যে তোমায় দেখেই বুঝে যাবো
হব সেই সুর
যে তোমার মাতিয়ে করুণ হবো
হব সে চাঁদ
যে হয়ে গেলে রাত
তোমায় আলো দেবো
দিন ফিরে এলে
আবার ফুরিয়ে যাবো
শুধু ভালবেসো আমায়
জড়িয়ে আমার চোখের বৃষ্টি
আনবো রংধনু
শুধু আপন থেকো, ভালবেসো
ভালবেসো আমায়...




Tahsan - Uddeshho Nei
Альбом Uddeshho Nei
дата релиза
01-08-2014




Внимание! Не стесняйтесь оставлять отзывы.