Tahsan - Aador текст песни

Текст песни Aador - Tahsan



তোমার শেখানো আদর আজও
ছায়াতে মিশে আছে
আছো ভুলে সেই আদর তুমি
ধুলো জমা স্মৃতির কাব্যে
তোমার শেখানো আদর আজও
ছায়াতে মিশে
আছো ভুলে সেই আদর তুমি
আমি নেই পাশে
কিছু খামখেয়ালী প্রেম
কিছু রূপকথার ভাষা
আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম
নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে
কিছু হাসি ঠাট্টার বেলা
কিছু সারারাত কথা বলা
আজও আমার স্মৃতিতে
কিছু দেয়ালে দেয়ালে প্রেম
কোটি লোমকুপের গহীনে
বেঁচে আছি সেই আদরে
বিষন্নতার আড়ালে আছে
জমে থাকা প্রেম
গুটি গুটি পায়ে প্রেম শেখা
তোমার স্পর্শ
ছিলো আদর মাখা
কিছু খামখেয়ালী প্রেম
কিছু রূপকথার ভাষা
আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম
নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে
কিছু হাসি ঠাট্টার বেলা
কিছু সারারাত কথা বলা
আজও আমার স্মৃতিতে
কিছু দেয়ালে দেয়ালে প্রেম
কোটি লোমকুপের গহীনে
বেঁচে আছি সেই আদরে
বিষন্নতার আড়ালে আছে
জমে থাকা প্রেম
একা প্রহরে যে নতুন সুর ধরে
বেঁচে আছি আমায় নিয়ে
আজ ভাববোনা তোমায়
আর গড়বোনা স্বপ্ন
থাকব বেঁচে সে আদরে
কিছু খামখেয়ালী প্রেম
কিছু রূপকথার ভাষা
আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম
নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে





Внимание! Не стесняйтесь оставлять отзывы.