Tahsan - Pajorer Vanga Hawa текст песни

Текст песни Pajorer Vanga Hawa - Tahsan




আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে
ক্ষণিকের পরিচয়ে ছন্দপতনে প্রাণে
পাজরের সেই হাড় হঠাৎ ব্যাথায় কাতর
সে যে ছুটে যায় হৃদয়ের বাম প্রকোষ্ঠে
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্থ আদি মানবী দেখে
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা প্রেম
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া
অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায়
আদি মানবী কি ছলনা নাকি প্রকোষ্ঠ বন্ধনী!
আমি জেনেছি করে হেয়ালি
আমি দীপ্র সে আমারই
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্ত আদি মানবী দেখে
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা প্রেম
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা প্রেম
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া





Внимание! Не стесняйтесь оставлять отзывы.