Tahsan feat. Kona - Tomay Ghire текст песни

Текст песни Tomay Ghire - Tahsan , Kona



তোমায় ঘিরে যে ভালোলাগা
হয়নি বলা ভাষায়,
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসোনা ফিরে- হৃদয়ে
সময় জুড়ে শুধু শূন্যতা
নীরবে ছুয়ে থাকে,
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনো তোমায় এভাবে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসোনা ফিরে- হৃদয়ে
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার বৃষ্টি ঝরে,
এত কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বোঝাতে?
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসোনা ফিরে- হৃদয়ে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসোনা ফিরে- হৃদয়ে




Tahsan feat. Kona - Uddessho Nei
Альбом Uddessho Nei
дата релиза
13-10-2016



Внимание! Не стесняйтесь оставлять отзывы.