Tahsan feat. Mithila - Sesher Gaan текст песни

Текст песни Sesher Gaan - Tahsan feat. Mithila



শুনেছি আমি, তুমি ভালোই আছো
ভুলে গেছ আমায় আবার উড়তে শিখেছো
বল তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
অবচেতন মনে আর কতদিন আমায় কাঁদাবে
যতদুরে থাক, এত কেন কাছে
আজও অনুভবে আছো তুমি
যতদুরে থাক, এত কেন কাছে
সেই স্পর্শ তোমার আজও আছে
শুনেছি আমি, তুমি ভালোই আছো
ভুলে গেছ আমায় আবার উড়তে শিখেছো
শুনেছি আমি, জীবন নাকি থেমে থাকে না
তবু কেন আমি তোমায় ভুলতে পারি না
বল তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
ফেলে আসা যত সুখের স্মৃতি কেন আজ কাঁদাবে
যতদুরে থাক, এত কেন কাছে
আজও অনুভবে আছো তুমি
যতদুরে থাক, এত কেন কাছে
সেই স্পর্শ তোমার আজও আছে
বল আমায় ছাড়া সত্যি তুমি হাসতে যদি পারো
তবে দুরে থাকো অনেক দুরে হয়ে অন্য কারো
যতদুরে থাক, এত কেন কাছে
আজও অনুভবে আছো তুমি
যতদুরে থাক, এত কেন কাছে
সেই স্পর্শ তোমার আজও আছে




Tahsan feat. Mithila - Uddessho Nei
Альбом Uddessho Nei
дата релиза
13-10-2016




Внимание! Не стесняйтесь оставлять отзывы.