Текст песни Sporsher Baire - Tahsan , Elita
ফ্রেমে
বন্দী
কোন
ক্যামেরায়
গ্রীষ্মের
পড়ন্ত
বিকেল
তুমি
অথবা
বর্ষার
আকাশে
মেঘের
আদরে
লুকিয়ে
থাকা
ঐ
রোদ
তুমি
তোমার
ঐ
মেঘকালো
চোখের
ভাষা
মাতাল
করা
হাসি
আর
ভেঁজা
চুলে
গোলাপি
ঐ
ঠোঁটের
বেলকনিতে
রংতুলিতে
আঁকা
আমার
অবসর
বিকেল
সব
তুলনার
ঊর্ধ্বে
তুমি
আজও
তোমার
স্পর্শ
লোভে
খুঁজি
তোমায়
স্বপ্ন
গানে
আজও
তোমার
অপেক্ষাতে
টুকরো
কিছু
বাক্যে
স্বপ্নে
আপন
মাঝখানে
অদৃশ্য
দেয়াল
খুঁজে
ফিরি
তোমায়
কোন
মায়ায়
তাড়িয়ে
যেন
উপহাসে
হারিয়ে
সেই
সকাল
হারিয়ে
সেই
বিকেল
বৃষ্টি
ভেঁজা
দুপুর,
অলস
মেঘ
রোদ্দুর
আসবে
না
জানি
ফিরে
খুঁজি
তোমায়
স্বপ্ন
গানে
আজও
তোমার
অপেক্ষাতে
খুঁজি
তোমায়
স্বপ্ন
গানে
আজও
তোমার
স্পর্শ
লোভে
কোন
এক
স্বপ্ন
সুখের
গল্পের
রানী
হয়ে
কোন
এক
আঁধার
রাতের
জোনাক
তুমি
হয়ে
তুমি
যেন
সব
অপূর্ণতার
পূর্ণ
হয়ে
এতো
কাছে
থেকেও
কেন
স্পর্শের
বাইরে
খুঁজি
তোমায়
স্বপ্ন
গানে
আজও
তোমার
অপেক্ষাতে
খুঁজি
তোমায়
স্বপ্ন
গানে
আজও
তোমার
স্পর্শ
লোভে
খুঁজি
তোমায়
স্বপ্ন
গানে
আজও
তোমার
অপেক্ষাতে
খুঁজি
তোমায়
স্বপ্ন
গানে
আজও
তোমার
স্পর্শ
লোভে
1 Aador
2 Tomay Ghire
3 After the Rise
4 Sporsher Baire
5 Uddessho Nei
6 Koto Dur
7 Sesher Gaan
8 Ke Tumi
9 Hisheber Ovishap
10 Pajorer Vanga Hawa
11 Ami Shei Shuto
Внимание! Не стесняйтесь оставлять отзывы.