Tahsan feat. Elita - Sporsher Baire - перевод текста песни на французский

Текст и перевод песни Tahsan feat. Elita - Sporsher Baire




Sporsher Baire
Au-delà de ton toucher
ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
Dans un cadre capturé par un appareil photo
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
Tu es le crépuscule estival
অথবা বর্ষার আকাশে মেঘের আদরে
Ou bien le soleil caché dans l'amour des nuages ​​dans le ciel d'été
লুকিয়ে থাকা রোদ তুমি
Tu es ce soleil
তোমার মেঘকালো চোখের ভাষা
Le langage de tes yeux, noirs comme les nuages
মাতাল করা হাসি আর ভেঁজা চুলে
Ton rire enivrant et tes cheveux mouillés
গোলাপি ঠোঁটের বেলকনিতে
Sur le balcon de tes lèvres roses
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
Mon après-midi de détente peint avec des couleurs
সব তুলনার ঊর্ধ্বে তুমি
Tu es au-dessus de toute comparaison
আজও তোমার স্পর্শ লোভে
Aujourd'hui encore, je désire ton toucher
খুঁজি তোমায় স্বপ্ন গানে
Je te cherche dans des rêves chantés
আজও তোমার অপেক্ষাতে
Aujourd'hui encore, je t'attends
টুকরো কিছু বাক্যে স্বপ্নে আপন
Dans des fragments de phrases, je suis à moi-même dans mes rêves
মাঝখানে অদৃশ্য দেয়াল
Un mur invisible entre nous
খুঁজে ফিরি তোমায় কোন মায়ায়
Je te cherche dans une sorte de magie
তাড়িয়ে যেন উপহাসে
Comme si le mépris te chassait
হারিয়ে সেই সকাল
Ce matin perdu
হারিয়ে সেই বিকেল
Cet après-midi perdu
বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
Midi mouillé par la pluie, soleil paresseux sur les nuages
আসবে না জানি ফিরে
Je ne sais pas s'il reviendra
খুঁজি তোমায় স্বপ্ন গানে
Je te cherche dans des rêves chantés
আজও তোমার অপেক্ষাতে
Aujourd'hui encore, je t'attends
খুঁজি তোমায় স্বপ্ন গানে
Je te cherche dans des rêves chantés
আজও তোমার স্পর্শ লোভে
Aujourd'hui encore, je désire ton toucher
কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে
Devenue la reine d'un conte de fée dans un rêve de bonheur
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
Tu es devenue une luciole d'une nuit sombre
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
Tu es devenue la plénitude de toutes les imperfections
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে
Pourquoi es-tu si près et pourtant au-delà de mon toucher ?
খুঁজি তোমায় স্বপ্ন গানে
Je te cherche dans des rêves chantés
আজও তোমার অপেক্ষাতে
Aujourd'hui encore, je t'attends
খুঁজি তোমায় স্বপ্ন গানে
Je te cherche dans des rêves chantés
আজও তোমার স্পর্শ লোভে
Aujourd'hui encore, je désire ton toucher
খুঁজি তোমায় স্বপ্ন গানে
Je te cherche dans des rêves chantés
আজও তোমার অপেক্ষাতে
Aujourd'hui encore, je t'attends
খুঁজি তোমায় স্বপ্ন গানে
Je te cherche dans des rêves chantés
আজও তোমার স্পর্শ লোভে
Aujourd'hui encore, je désire ton toucher






Внимание! Не стесняйтесь оставлять отзывы.