Tahsan - Bondhon текст песни

Текст песни Bondhon - Tahsan




বন্ধন সেতো হয়না পুরনো
সম্পর্কগুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়াগুলো যায় না হারিয়ে
অনুভূতি সেতো যায় না হারিয়ে,
এক পা দুই পা করে পথ চলা
নন্দিত পৃথিবীর পথ ধরে
কিছু কিছু প্রিয় মুখ, কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহূর্তগুলো চোখ মেলে মেলে থাকে
চেনা কণ্ঠের সেই চেনা ডাকে
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহূর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই
বন্ধন সেতো হয়না পুরনো
সম্পর্কগুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়াগুলো যায় না হারিয়ে
অনুভূতি সেতো যায় না হারিয়ে,
এক পা দুই পা করে পথ চলা
নন্দিত পৃথিবীর পথ ধরে
অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে
প্রতিমুহূর্তে তাই স্বপ্ন সাজাই
আর ভালোবাসার
সঙ্গা খুঁজে যাই
ভালোবাসার সঙ্গা খুঁজে
কিছু কিছু প্রিয় মুখ, কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহূর্তগুলো চোখ মেলে মেলে থাকে
চেনা কণ্ঠের সেই চেনা ডাকে
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহূর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই





Внимание! Не стесняйтесь оставлять отзывы.