Tahsan - Bangladesh текст песни

Текст песни Bangladesh - Tahsan




উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান
বাংলা আমার লাখো ত্যাগের অভিধান
বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী স্লোগান
একাত্তর আমার সৌধচূড়া আগমনী গান
আছে স্মৃতির বেদীতে রক্ত জমাট বাঁধা
ভেজা মাটির গন্ধই আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থনা
উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান
বাংলা আমার লাখো ত্যাগের অভিধান
বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী স্লোগান
একাত্তর আমার সৌধচূড়া আগমনী গান
পলাশীর গোধূলীতে হারিয়ে যাওয়া রোদ
ভোরের সূর্যে মোরা আলো দেখেছি
নিঃশ্বাসে স্বাধীনতার স্বাদ, রক্তকোষে মিছিল
তাই আজও মোরা লড়ে চলেছি গড়ব অনাবিল
চোখে আজ আলোকিত থাক আমার মানচিত্র
চমকানো আলপনা শত জনমের প্রার্থনা
বাংলা আমার শত জনমের প্রার্থনা
উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান
বাংলা আমার লাখো ত্যাগের অভিধান
বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী স্লোগান
একাত্তর আমার সৌধচূড়া আগমনী গান





Внимание! Не стесняйтесь оставлять отзывы.