Текст песни Prem Tumi - Tahsan
আমার
কল্পনা
জুড়ে
যে
গল্পেরা
ছিলো
আড়ালে
সব
লুকোনো
সেই
গল্পেরা
সব
রঙিন
হল
পলকে
তোমাকে
হঠাৎ
পেয়ে
যেন
প্রেম
তুমি
আসবে
এভাবে
আবার
হারিয়ে
যাবে
ভাবিনি
আজও
আছে
সেই
পথ
শুধু
নেই
তুমি
বলো
কোথায়
আছো
অভিমানী?
আমার
কল্পনা
জুড়ে
যে
গল্পেরা
ছিলো
আড়ালে
সব
লুকোনো
সেই
গল্পেরা
সব
রঙিন
হল
পলকে
তোমাকে
হঠাৎ
পেয়ে
যেন
প্রেম
তুমি
আসবে
এভাবে
আবার
হারিয়ে
যাবে
ভাবিনি
আজও
আছে
সেই
পথ
শুধু
নেই
তুমি
বলো
কোথায়
আছো
অভিমানী?
অভিমানী...
সব
থেকেও
কি
যেন
নেই
তোমাকে
তাই
খুঁজে
যাই
প্রতিক্ষণে
আমার
ভাল
লাগা
গুলো
সব
তোমায়
ভেবে
সাঁজে
রোজ
রোজ
এই
মনে
প্রেম
তুমি
আসবে
এভাবে
আবার
হারিয়ে
যাবে
ভাবিনি
আজও
আছে
সেই
পথ
শুধু
নেই
তুমি
বলো
কোথায়
আছো
অভিমানী?
চেয়ে
থাকা
দূর
বহুদূর
যে
পথে
আজও
রয়ে
গেছো
স্মৃতির
পাতায়
এসোনা
আর
একটি
বার
স্বপ্ন
যত
সাজাতে
আবার
শুনছ
কি
আমায়?
প্রেম
তুমি
আসবে
এভাবে
আবার
হারিয়ে
যাবে
ভাবিনি
আজও
আছে
সেই
পথ
শুধু
নেই
তুমি
বলো
কোথায়
আছো
অভিমানী?
প্রেম
তুমি
আসবে
এভাবে
আবার
হারিয়ে
যাবে
ভাবিনি
আজও
আছে
সেই
পথ
শুধু
নেই
তুমি
বলো
কোথায়
আছো
অভিমানী?

Внимание! Не стесняйтесь оставлять отзывы.