Tipu - Ami Ridoyer Kotha текст песни

Текст песни Ami Ridoyer Kotha - Tipu



রাগ: খাম্বাজ-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,
শুধাইল না কেহ।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল
শুধাইল না কেহ
সে তো এলো না,
সে তো এলো না
সে তো এলো না
যারে সঁপিলাম
এই প্রাণ মন দেহ।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ
সে কি মোর তরে পথ চাহে,
সে কি বিরহ-গীত গাহে,
সে কি মোর তরে পথ চাহে
সে কি বিরহ গীত গাহে
যার বাঁশরি-ধ্বনি শুনিয়ে
যার বাঁশরি ধ্বনি শুনিয়ে
আমি ত্যজিলাম গেহ।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ
সে তো এলো না
সে তো এলো না
সে তো এলো না
যারে সঁপিলাম
এই প্রান মন দেহ
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ




Tipu - Shokoli Furalo
Альбом Shokoli Furalo
дата релиза
03-03-2014




Внимание! Не стесняйтесь оставлять отзывы.