Warfaze - Bewaris текст песни

Текст песни Bewaris - Warfaze



রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক,
আহ, রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে, ঘেরা গোরস্থানে
আহ, উঠছে নামছে ক্লান্তির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস, উদ্দেশ্য পরপার
সাড়ে তিন হাত ঘরের মালিক, রয়েছে পাশে পরে
নিথর দেহ চাটাই মোড়া বুকভরা গুমোট অভিমানে
চাপচাপ রক্তের করুন আবেদন, বেওয়ারিশ আমি
আমায় পৌছে দাও আমার মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক,
আহ, রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে
নেই কোনো শব যাত্রা
নেই আঁতরগোলাপের গন্ধ
নেই অশ্রুর বন্যা
অনেকে পেয়েছে কাফনের কাপড়,
পায়নি যেন মায়ের শেষ আদর
তাদের পৌছে দাও তাদের মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক,
আহ, রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে, ঘেরা গোরস্থানে
আহ, উঠছে নামছে ক্লান্তির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস, উদ্দেশ্য পরপার




Warfaze - Warfaze
Альбом Warfaze
дата релиза
28-03-2019




Внимание! Не стесняйтесь оставлять отзывы.