Текст песни Shikkhito Bangali - Zero feat. Shantanu Adhikari
আমি
বাংলায়
গান
গায়
আমি
বাংলার
গান
গায়
আমি
আমার
অমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পায়
আমি
বাংলায়
গান
গায়
আমি
বাংলার
গান
গায়
আমি
আমার
অমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পায়
শিক্ষিত
বাঙালি
নাকি
অশিক্ষিত
ইংরেজির
গাড়ে
ঢুকে
হয়েছিস
নিভৃত
জানি
না
কেনো
আজকের
বাঙালি
বাংলা
বলতে
করে
শুধুই
কাঙ্গালী
লজ্জা
পায়,
বাংলা
বলতে
ঘৃনা
করে,
বাংলা
পড়তে
দ্বিধা
বোধ
করেনা
মাথা
হেঁট
করতে
পিছুপা
হয়না
আবার
গর্ব
মারাতে
মাতৃ
ভাষার
অপমান
করিস
কেমন
মা
পুসছে
তোকে!
পড়তে,
লিখতে
পারিসনা
বাংলা
কেমন
মা
পুসছে
তোকে!
অহংকার
করিস
ইংরেজি
নিয়ে
কেমন
মা
পুসছে
তোকে!
বাঙালিয়ানা
জাগে,
কেনো
অকেশনেতে
পাঞ্জাবি,
পাজামা,
সোশ্যাল
সাইট
এ
মামনির
সাথে,
পাউট
মারা
ফটো
তে
ক্যাপশন
মারাস
আবার
সেই
ইংরেজিতে
এখনও
খুব
হয়নি
দেরি
শুধরে
গেলে
বাঁচবি
ভালো
১০০০
বছর
পুরোনো
ভাষা
সাদা
মাটা,
হয়তো
ধল
আমার
ভাষা,
মাতৃ
ভাষা
মায়ের
মতই
বাসবো
ভালো
বাঙালিরা
আছে
এখানে
ওখানে
খাই
কম
হাগে
বেশি
যেখানে
সেখানে
বাঙালিরাই
সর্বশ্রেষ্ঠ,
বাংলায়
সব
কিছু
ছোবল
মারা
কাজ
ওদের
করে
চলে
মাথা
নিচু
একটা
সময়
ছিল
যখন
বাঙালির
ছিল
সন্মান
এখন
আবার
ঠিক
উল্টো,
বাঙালি
মানেই
অসম্মান
নেতাজি,
রবি
ঠাকুর
এনারাও
ছিলেন
বাঙালি
করে
ছিলেন
মুখ
উজ্জ্বল,
ভাই
তোরা
কি
করলি
ইংলিশে
কথা
বলিস
তোরা
বাংলা
বলতে
হয়
লজ্জা
বাংলায়
তোদের
হাতে
খড়ি
আর
ইংলিশ
ফুলশয্যা
আলুর
চপ
খাস
তোরা
ক্যাপশন
পটেটো
কাটলেট
সর্বশ্রেষ্ঠ
ভাই
তোরা
মিল্ক
দিয়ে
খাস
ওমলেট
রাজ্যই
পড়িস
শাড়ী
তোরা
বিদেশে
গেলেই
বিকিনি
স্টেটাস
বজায়
রাখিস
তোরা
সংস্কৃতি
কিছুই
শিখিসনি
সাধনা
করিসনা
তোরা
করিস
তোরা
প্রাকটিস
সব
কিছুতেই
প্রথম
তোরা
কারণ
ভালো
তোদের
"ট্যাক্টিস"
আমি
বাংলায়
গান
গায়
আমি
বাংলার
গান
গায়
আমি
আমার
অমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পায়
আমি
বাংলায়
গান
গায়
আমি
বাংলার
গান
গায়
আমি
আমার
অমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পায়
নেবোনা
টাকা
ভাই
Give
me
some
money
বাংলা
ভাষা
না
জানলেও
আংরেজি
তো
জানি
যা
আমি
বললাম
মন
দিয়ে
শুনে
যান
আমি
ভরা
চোখ
নিয়ে
লিখছি
এই
বাংলা
গান
কোনো
কাজই
হবে
না
হ্যাংলামি
ছাড়বেনা
অভাব
গেলেও
স্বভাব
এদের
কোনোদিনও
যাবেনা
বিশ্বাস
তোদের
অন্ধ
ভাই
বাতলিং
অনেক
বড়
কাজ
তোদের
ছোট
হলেও
ভাব
বড়
সর
কুমির
কুমির
খেলা
করিস
হাতে
নিয়ে
কাঠি
অগ্যংকার
মাথায়
নাচে
যেন
খেপা
হাতি
হাতি
চালায়
ফ্যান
ডিনারে
খাই
এশি
ইংরেজিতে
Aunty
বলে
বাংলায়
বলে
পিসি
রাস্তায়
করে
হিসি
ফাইন
করে
টিসি
ভালোবাসে
দেশি
আর
দিনের
শেষে
বাংলা
খেয়ে
বৌ
মেরেই
খুশি
যেই
থালায়
খাস
তোরা
করিস
সেটা
ফুটো
ভবিষ্যৎ
খারাপ
তোদের
কপালে
পড়া
জুতো
গর্ব
এখন
একটাই
মাছ,
ডাল,
ভাত
বাইরে
থেকে
দেখতে
ভালো
মনে
অনেক
খাদ
ভুলে
গেছিস
ইতিহাস
ভুলে
গেছিস
ঐতিহ্য
দুখ
কাঁদা
স্বভাব
তোদের
শুনতে
লাগে
অসহ্য
তাই
আমি
আমি
বাংলায়
গান
গায়
আমি
বাংলার
গান
গায়
আমি
আমার
অমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পায়
আমি
বাংলায়
গান
গায়
আমি
বাংলার
গান
গায়
আমি
আমার
অমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পায়
Внимание! Не стесняйтесь оставлять отзывы.