Ayub Bacchu - Bolini Kokhono текст песни

Текст песни Bolini Kokhono - Ayub Bacchu



তুমি ছাড়া ভালো আছি যত তা বোঝাই
আসলে কি তুমি ছাড়া ভালো থাকা যায়
তুমি ছাড়া ভালো আছি যত তা বোঝাই
আসলে কি তুমি ছাড়া ভালো থাকা যায়
তোমাকে যে আর আমি ভালোবাসি না একদমই
মন থেকে বলিনি কোন দিনই...
তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায়
কতকিছু বলে ফেলি অভিমান হলে
সব কথাটা ধরে নিলে জীবন কি চলে
অভিমানী আমিটা তোআমার আমি না তো
চোখ দেখে তুমি কি, বোঝ কি?
তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায়
তুমি ছাড়া দিন চলে না একটাও যে আমার
এতদিনে বোঝনি কি জায়গাটা তোমার
তোমাকে যে আর আমি ভালোবাসি না কদমই
মন থেকে বলিনি কোন দিনই...
তুমি ছাড়া কখনো কি ভালো থাকা যায়




Ayub Bacchu - Bolini Kokhono
Альбом Bolini Kokhono




Внимание! Не стесняйтесь оставлять отзывы.