Hemanta Mukherjee - Se Aase Dheere Songtexte

Songtexte Se Aase Dheere - Hemanta Mukherjee




সে আসে ধীরে, যায় লাজে ফিরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
রিনিকি রিনিকি রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জীরে
রিনিঝিনি-ঝিন্নীরে
সে আসে ধীরে
বিকচ নীপকুঞ্জে নিবিড়তিমিরপুঞ্জে
বিকচ নীপকুঞ্জে নিবিড়তিমিরপুঞ্জে
কুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরে
উন্মদ সমীরে
সে আসে ধীরে
শঙ্কিত চিত কম্পিত অতি
অঞ্চল উড়ে চঞ্চল
শঙ্কিত চিত কম্পিত অতি
অঞ্চল উড়ে চঞ্চল
পুষ্পিত তৃণবীথি, ঝঙ্কৃত বনগীতি
পুষ্পিত তৃণবীথি, ঝঙ্কৃত বনগীতি
কোমলপদপল্লবতলচুম্বিত ধরণীরে
নিকুঞ্জকুটীরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
রিনিকি রিনিকি রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জীরে
রিনিঝিনি-ঝিন্নীরে
সে আসে ধীরে



Autor(en): Rabindranath Tagore


Attention! Feel free to leave feedback.