Sasha - Milan Habe Kato Dine Songtexte

Songtexte Milan Habe Kato Dine - Sasha




মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ দাসী,
তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
রূপ হেরি দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
প্রেম যে করে সেই জানে।।



Autor(en): LALAN FAKIR



Attention! Feel free to leave feedback.