Anupam Roy - Kakababur Gaan (From "Mishawr Rawhoshyo") Lyrics

Lyrics Kakababur Gaan (From "Mishawr Rawhoshyo") - Anupam Roy




এক যে ছিল রাজা তার সাহস ক্রাচে ভর
তার রাজ্য ছিল মগজে আর বুদ্ধি গুপ্তচর
সাবধান, সাবধান
এক যে ছিল রাজা যার যুদ্ধ মানেই জয়
তার সুয়োরানি রহস্য আর দুয়োরানি ভয়
সাবধান সাবধান সাবধান
তার ঘোড়াশালে যুক্তি আর হাতিশালে তেজ
তার সঙ্গে কেবল সন্তু যাবে বেঁধেছে লাগেজ
দরবার বসে মাথায় ভাবনারা কষে ছক
তার যুক্তি গুলো সভাসদ আর বুদ্ধি বিদূষক
সাবধান সাবধান সাবধান
তার চশমা আঁটা চোখে ঠিক ঠিকরে পড়ে রোদ
তার গল্প টোস্টের নুন রোমাঞ্চ মরিচ প্রতিশোধ
সাবধান সাবধান সাবধান
একখানা পা খোঁড়া তাই বুদ্ধি দ্বিগুন জোর
তার শিরদাঁড়াটা সোজা বলেই জিতে যাবার স্কোর
সাবধান সাবধান সাবধান
এক যে ছিল রাজা তার হাজার অভিযান
পাহাড় চুড়োয় দিন কাটে রাত জঙ্গলে কাটান
তল্লাশি তদন্ত সব তাকেই ডাক পাঠায়
তাই চিরুনি আর ময়না নিয়ে বেরিয়ে পড়েন প্রায়
সাবধান সাবধান সাবধান
এক যে ছিল রাজা করে সক্কলে কুর্নিশ
টিনটিন তাকে সেলাম ঠোকে মানে অ্যাস্টেরিক্স
সাবধান সাবধান সাবধান
এক যে ছিল রাজা রাজত্ব সবখানেই
তাই দুষ্টু লোকের কোন জারিজুরিসডিকশন নেই
সাবধান সাবধান সাবধান
অ্যাডভেঞ্চারের চিঠি আজ খুলে দিল খাম
এক যে ছিল রাজামশাই রায়চৌধুরী নাম
সেলাম সেলাম সেলাম



Writer(s): INDRAADIP DASGUPTA, SRIJATO



Attention! Feel free to leave feedback.