Arnob feat. Sahana Bajpaie & Idrees - Tomay Gaan Shonabo Lyrics

Lyrics Tomay Gaan Shonabo - Arnob , Sahana Bajpaie



আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া, তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া, তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া, তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো




Arnob feat. Sahana Bajpaie & Idrees - Ondho Shohor
Album Ondho Shohor
date of release
07-02-2020



Attention! Feel free to leave feedback.