Arnob - Keno Cole Gele Dure Lyrics

Lyrics Keno Cole Gele Dure - Arnob



কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে?
কেন ফিরে এলে আবার
বাড়াতে দুঃখের ভার?
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে?
কেন চলে গেলে দূরে?
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখে-সুখে ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয় প্রান্তর
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখে-সুখে ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয় প্রান্তর
আজ এই ঝড় এসে
বাঁধন গেছে টুটে
অসীমতায় দুঃখ আর
অনন্ত পারাপার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে?
কেন ফিরে এলে আবার
বাড়াতে দুঃখের ভার?
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে?
কেন চলে গেলে দূরে?




Arnob - Ondho Shohor
Album Ondho Shohor
date of release
07-02-2020




Attention! Feel free to leave feedback.