Lyrics Adkhana - Arnob
আধখানা
দুঃখ,
আধখানা
সুখ
এই
নিয়ে
দিন
রাত
দুরু
দুরু
বুক
আধখানা
দুঃখ,
আধখানা
সুখ
এই
নিয়ে
দিন
রাত
দুরু
দুরু
বুক
আধখানা
স্বপ্ন,
আধখানা
জাগা
আধখানা
হাসি,
তবু
আধখানা
রাগা
আধখানা
স্বপ্ন,
আধখানা
জাগা
আধখানা
হাসি,
তবু
আধখানা
রাগা
আধখানা
পথ
হাঁটা,
আধা
বিশ্রাম
আধখানা
ফাঁকিবাজি,
আধা
সংগ্রাম
একটা
বাংলা
ভেঙ্গে
আধখানা
আছে
আধখানা
সাধ
নিয়ে
আধপেটা
বাঁচে
আধখানা
পথ
হাঁটা,
আধা
বিশ্রাম
আধখানা
ফাঁকিবাজি,
আধা
সংগ্রাম
একটা
বাংলা
ভেঙ্গে
আধখানা
আছে
আধখানা
সাধ
নিয়ে
আধপেটা
বাঁচে
আধখানা
ভালো
ছেলে,
আধা
মস্তান
আধখানা
ভাঙ্গা
সূরে
গায়
আধা
গান
আধখানা
ভালো
ছেলে,
আধা
মস্তান
আধখানা
ভাঙ্গা
সূরে
গায়
আধা
গান
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
আধ
বোজা
চোখ
নিয়ে
আধারাত
যায়
আধ
ঘুমে
আধা
চাঁদ
আধারে
হারায়
আধ
বোজা
চোখ
নিয়ে
আধারাত
যায়
আধ
ঘুমে
আধা
চাঁদ
আধারে
হারায়
আধখানা
পথ
হাঁটা,
আধা
বিশ্রাম
আধখানা
ফাঁকিবাজি,
আধা
সংগ্রাম
একটা
বাংলা
ভেঙ্গে
আধখানা
আছে
আধখানা
সাধ
নিয়ে
আধপেটা
বাঁচে
আধখানা
পথ
হাঁটা,
আধা
বিশ্রাম
আধখানা
ফাঁকিবাজি,
আধা
সংগ্রাম
একটা
বাংলা
ভেঙ্গে
আধখানা
আছে
আধখানা
সাধ
নিয়ে
আধপেটা
বাঁচে
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
(আধখানা,
আধখানা)
আধখানা
দুঃখ,
আধখানা
সুখ
এই
নিয়ে
দিন
রাত
দুরু
দুরু
বুক
আধখানা
দুঃখ,
আধখানা
সুখ
এই
নিয়ে
দিন
রাত
দুরু
দুরু
বুক
Attention! Feel free to leave feedback.