Arnob - Dhushor Megh Lyrics

Lyrics Dhushor Megh - Arnob




ধূসর মেঘ,
জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব অচেনা
শালিকের পিঠে, বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা
ধূসর মেঘ, জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব অচেনা
শালিকের পিঠে বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা
দীপগুলো দুরন্তে জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
শূন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল
দীপগুলো দুরন্তে জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
শূন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল
ধূসর মেঘ জমানো আকাশ
শহরের কাঁধে সন্ধ্যার ভর
অদূরে হাসে ছোট ছোট কাশ
ধূলো ওঠে বাতাসে অতঃপর
ধুসর মেঘ জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব অচেনা
শালিকের পিঠে বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা



Writer(s): rajib ashraf



Attention! Feel free to leave feedback.