Lyrics Tatee - Arnob
হানা
দিই
রেশমের
বনে,
পাক
দিই
পশমের
রোঁয়ায়,
তাঁত
ঘরে
জট
পরা
সুতো
গুটি
পায়ে
আঙ্গুলের
ছোঁয়ায়।
বুনতে
বুনতে
তাঁতি-মন,
টানা-পোড়েনের
ধূন
সাধে,
সূতোর
উন্মুক্ত
প্রান্ত
যত,
একে
একে
গিঁট
দিয়ে
বাঁধে।
গোড়ায়
গোড়ায়
বাঁধা
ছবি,
শরীর
জুড়ে
খেলে
যায়,
দিনলিপি
লিখে
যায়
কবি,
দিন
বয়ানের
কবিতায়।
Attention! Feel free to leave feedback.