Ishaan - Kobe Ashbe Lyrics

Lyrics Kobe Ashbe - Ishaan




কবে আসবে পাশে,
কবে বাসবে ভালো?
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানালায়.
এই আলগা বুকের ভেতর,
শুধু ঝরছে আদর আদর.
কে যে ডাকছে আমার কিনারায়
এভাবে ডেকোনা ইশারায়।
দূরে আকাশপরীর জ্বরে পড়লো শরীর.
সে তো তারায় জাগে
তারও একা লাগে,
মেঘে মেঘে অগোছালো,
উমমম, কবে আসবে পাশে
উমমম, কবে বাসবে ভালো?
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানালায়.
কাটে দিন বাঁধা গতে
সাহসী বারাত,
হাঁটে সারারাত
পথে পথে.
হাসে চাঁদ চেনা ঠোঁটে
ছায়ার হরিণ
ভারী অমলিন
কেঁপে ওঠে.
দূরে আকাশ পরীর জ্বরে পড়লো শরীর,
সে তো তারায় জাগে
তারও একা লাগে
মেঘে মেঘে অগোছালো.
উমমম, কবে বসবে পাশে
কবে বাসবে ভালো?
আমি নীলচে ঝিলে নিরালায়, দুচোখে নেভানো জানালায়.



Writer(s): INDRAADIP DASGUPTA



Attention! Feel free to leave feedback.