Lyrics Bondhuto Keu Noy - James
সবাই
শুধু
হাসি
মুখে
বন্ধু
বেশে
পাশে
থাকে
সবি
অভিনয়
ও...
সবি
অভিনয়
সবাই
শুধু
হাসি
মুখে
বন্ধু
বেশে
পাশে
থাকে
সবি
অভিনয়
ও...
সবি
অভিনয়
জানেনা
কেউ
কি
কারণে
কষ্টগুলো
বুকে
জমে
দুঃখ
নদী
বয়
ও.
বন্ধুতো
কেউ
নয়
সবাই
শুধু
হাসি
মুখে
বন্ধু
বেশে
পাশে
থাকে
সবি
অভিনয়
ও...
সবি
অভিনয়
বোঝেনা
কেউ
কি
কারণে
স্বপ্নগুলো
চোখের
কোণে
থমকে
দাঁড়ায়
অবুঝ
মনের
ভালবাসা
অভিমানের
কি
দহনে
নিমিষে
হারায়
বোঝেনা
কেউ
কি
কারণে
স্বপ্নগুলো
চোখের
কোণে
থমকে
দাঁড়ায়
অবুঝ
মনের
ভালবাসা
অভিমানের
কি
দহনে
নিমিষে
হারায়
সবাই
শুধু
হাসি
মুখে
বন্ধু
বেশে
পাশে
থাকে
সবি
অভিনয়
ও...
সবি
অভিনয়
দেখেনা
কেউ
অন্তরালে
পোড়া
হৃদয়
কেন
জ্বলে
নিরব
যন্ত্রনায়
উষ্ণ
স্মৃতি
কেমন
করে
শেওলা
হয়ে
বেড়ায়
ভেসে
ভরা
বরষায়
দেখেনা
কেউ
অন্তরালে
পোড়া
হৃদয়
কেন
জ্বলে
নিরব
যন্ত্রনায়
উষ্ণ
স্মৃতি
কেমন
করে
শেওলা
হয়ে
বেড়ায়
ভেসে
ভরা
বরষায়
সবাই
শুধু
হাসি
মুখে
বন্ধু
বেশে
পাশে
থাকে
সবি
অভিনয়
ও...
সবি
অভিনয়
জানেনা
কেউ
কি
কারণে
কষ্টগুলো
বুকে
জমে
দুঃখ
নদী
বয়
ও.
বন্ধুতো
কেউ
নয়
সবাই
শুধু
হাসি
মুখে
বন্ধু
বেশে
পাশে
থাকে
সবি
অভিনয়
ও...
সবি
অভিনয়
Attention! Feel free to leave feedback.