Jewel - A Kon Betha Lyrics

Lyrics A Kon Betha - Jewel




কোন ব্যাথায় এই বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি
এক নীড় ভাঙা পাখি একাকী কাঁদে
কখনো শোনোনি তুমি
কতটা ব্যাথা পেয়ে কেঁদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই
বলো না তুমি
কি করে তোমাকে বোঝাই
কি করে?
কোন ব্যাথায় এই বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি
এক নীড় ভাঙ্গা পাখি একাকী কাঁদে
কখনো শোনোনি তুমি
কতটা ব্যাথা পেয়ে কেঁদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই
বলো না তুমি
কি করে তোমাকে বোঝাই
কি করে?
আমার চোখ বেয়ে বেয়ে
বয়ে গেছে দুখেরই নদী
একা চাঁদ জাগে রাতে আমার সাথে
দু'জনে সমান বিবাগী
অনেক অভিমানে রাত উদাসী
তারারা আলো জ্বালেনী
কি করে তোমাকে বোঝাই?
কি করে তোমাকে বোঝাই?
তোমার পথ চেয়ে চেয়ে
ফাগুন গিয়েছে চলে
পাতাঝরা গোধূলী গেছে ফিরে
কিছুই যায়নি বলে
ফেরারী সেই ক্ষনে কেঁদেছে বাতাস
কেঁদেছি একা আমি
কি করে তোমাকে বোঝাই?
কি করে তোমাকে বোঝাই?
কোন ব্যাথায় এই বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি
এক নীড় ভাঙা পাখি একাকী কাঁদে
কখনো শোনোনি তুমি
কতটা ব্যাথা পেয়ে কেঁদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই
বলো না তুমি
কি করে তোমাকে বোঝাই
কি করে?



Writer(s): traditional



Attention! Feel free to leave feedback.