Lata Mangeshkar - Amaro To Sadh Chilo Lyrics

Lyrics Amaro To Sadh Chilo - Lata Mangeshkar




আমারও তো সাধ ছিল
আশা ছিল মনে
ভালোবাসা নিয়ে তুমি
আসবে জীবনে
আমারও তো সাধ ছিল
আশা ছিল মনে
ভালোবাসা নিয়ে তুমি
আসবে জীবনে।।
তোমাকেই সপে দিয়ে মন আর প্রাণ
জেনেছি গো ভালোবাসা বিধাতারই দান
তবে কেন দিলে ব্যথা
তুমি এই মনে
আমারও তো সাধ ছিল
আশা ছিল মনে
ভালোবাসা নিয়ে তুমি
আসবে জীবনে।।
বিধাতার কাছে শুধু
কেঁদে বলি তাই
দুখ ছাড়া তব কাছে কিছু কিগো নাই
পারো নাকি দিতে সুখ তুমি এই মনে
আমারও তো সাধ ছিল
আশা ছিল মনে
ভালোবাসা নিয়ে তুমি
আসবে জীবনে।।
ভালোবাসা দাও ওগো
মনেতে সবার
ভুবনটা ভরে যাবে
আলোতে আবার
ফুটুক আশার আলো
নিরাশার মনে
আমারও তো সাধ ছিল
আশা ছিল মনে
ভালোবাসা নিয়ে তুমি
আসবে জীবনে।।




Attention! Feel free to leave feedback.
//}