Lata Mangeshkar - Tomar Amar Bhalobasa Lyrics

Lyrics Tomar Amar Bhalobasa - Lata Mangeshkar




তোমার আমার ভালোবাসা
স্বপ্ন রঙ্গিন এক আশা
যে অন্তরের ভালোবাসা।
তোমার আমার ভালোবাসা
স্বপ্ন রঙ্গিন এক আশা
যে অন্তরের ভালোবাসা।
তোমায় পেয়ে কতো স্মৃতি পড়ে যে মনে
আবার যেন ফিরে এলাম এক ভুবনে ।।
তোমার অন্তরে আমার অন্তরে চিরদিনের ভালোবাসা
যে অন্তরের ভালোবাসা
তোমার আমার ভালোবাসা
স্বপ্ন রঙ্গিন এক আশা
যে অন্তরের ভালোবাসা।
কোনোদিনো আমরা কোনো গ্রহের ছেড়ে
থাকবো না কেউ কখনো তো কাউকে ছেড়ে
কোনোদিনো আমরা কোনো গ্রহের ছেড়ে
থাকবো না কেউ কখনো তো কাউকে ছেড়ে
স্বর্গ করে তাই রাখবো ধরে এই দুজনার কাঁদা হাসা
যে অন্তরের ভালোবাসা



Writer(s): Bappi Lahiri, Pulak Bandhyapadhya



Attention! Feel free to leave feedback.