Kishore Kumar - Ore Mon Pagal Lyrics

Lyrics Ore Mon Pagal - Kishore Kumar




ওরে মন পাগল তুই,কেন কেঁদে মরিস
ওরে মন পাগল তুই,কেন কেঁদে মরিস
পরশ পাথর খুঁজতে গিয়ে,বারে বারে হারিস
ওরে মন পাগল,ওরে মন পাগল
ওরে মন পাগল তুই,কেন কেঁদে মরিস
এসেছিস তুই,খালি হাতে
এসেছিস তুই,খালি হাতে,যাবি খালি হাতে
বৃথাই রে তুই খুঁজে মরিস,পরশ পাথর পথে
ওরে মন পাগল,ওরে মন পাগল
ওরে মন পাগল তুই,কেন কেঁদে মরিস
হো হো
বিধির লিখন,আছে লেখা,জনম থেকে মরন
সেই বিচারই করতে হবে,হাসি মুখে বরণ
বিধির লিখন,আছে লেখা,আ হা
কাঁদতে যদি,হয়রে,তোকে
কাঁদতে যদি,হয়রে,তোকে,কাঁদনা পরের তরে
পাওয়ার,আনন্দ,লুকায়ে আছে,না পাওয়ারই মাঝে
ওরে মন পাগল,ওরে মন পাগল
ওরে মন পাগল তুই,কেন কেঁদে মরিস
পরশ পাথর খুঁজতে গিয়ে,বারে বারে হারিস
ওরে মন পাগল,ওরে মন পাগল
ওরে মন পাগল,ওরে মন পাগল



Writer(s): Kishore Kumar


Attention! Feel free to leave feedback.
//}