Manna Dey - Prithibi Takiye Dekho Lyrics

Lyrics Prithibi Takiye Dekho - Manna Dey



পৃথিবী তাকিয়ে দেখো
আমরা দুজনে কত সুখী কত সুখী কত সুখী
সূর্য তাকাও আলো ছড়াও
মেঘের ফাঁকে দিওনা উঁকি, দিওনা উঁকি, দিওনা উঁকি
পৃথিবী তাকিয়ে দেখ...
সংশয় সন্দেহ জয় করে
প্রত্যাশা হৃদয়ের পথ ধরে
তারা আজ এক হল অন্তরে
সূর্য তাকাও আলো ছড়াও
মেঘের ফাঁকে দিওনা উঁকি, দিওনা উঁকি,দিওনা উঁকি
পৃথিবী তাকিয়ে দেখ...
সামনে এলাম আহা আহা আহা
সামনে এসো, আহা আহা
এগিয়ে আসার মনকে পেলাম
তাই সামনে এলাম আহা আহা
পৃথিবী তাকিয়ে দেখ...
সব বাধা বন্ধন যাক সরে
সব কিছু উঁকি পেতে থাক পড়ে
দুরন্ত স্বপ্নের পথ ধরে
জীবনে নিল যারা হাজার ঝুঁকি
সূর্য তাকাও আলো ছড়াও
দাঁড়াল সত্যের মুখোমুখি



Writer(s): Florian Harres


Manna Dey - Jiban Rahasya (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.