Maren Morris - Truth Lyrics

Lyrics Truth - Maren Morris



ভীষন আধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার
মাথার পাশে জল রেখো
পারবোনা ছুঁতে শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে মুছে রেখো তুলে
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে মুছে রেখো তুলে
ছেড়োনা গানের চর্চা তুমি
পিয়ানোটা ভালো করে শেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
কেউ না জানুক, শুধু আমিতো জানি
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে
চশমাটা মনে করে সাথেই রেখো
সাবধানে থেকো রাস্তা পেরোতে
মুছোনা চোঁখের কাঁজল তুমি
চুলগুলো বেণী করে রেখো
মেঁহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
ভীষন আধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো




Maren Morris - Live WIre
Album Live WIre
date of release
20-09-2011




Attention! Feel free to leave feedback.