Nilima Sen - Gahana Kusuma Kunja Lyrics

Lyrics Gahana Kusuma Kunja - Nilima Sen



গহন কুসুমকুঞ্জ-মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে
সজনি, আও আও লো
পিনহ চারু নীল বাস,
হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস,
কুঞ্জবনমে আও লো
ঢালে কুসুম সুরভভার,
ঢালে বিহগ সুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজতভাতি রে
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে
দেখ, লো সখি, শ্যামরায়
নয়নে প্রেম উথল যায়—
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে
আও আও সজনিবৃন্দ,
হেরব সখি শ্রীগোবিন্দ—
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে



Writer(s): Rabindranath Tagore


Nilima Sen - Bhanu Sinha Ki Padavali
Album Bhanu Sinha Ki Padavali
date of release
31-12-1999




Attention! Feel free to leave feedback.