Raghab Chatterjee - Ami Hridoyer Katha Lyrics

Lyrics Ami Hridoyer Katha - Raghab Chatterjee



আমি হৃদয়ের কথা (রাগ:-খাম্বাজ কীর্ত্তন)
বলিতে ব্যাকুল (তাল:-একতাল)
শুধাইল না কেহ। (শিল্পি:-রাঘব চ্যাটার্জি)
আমি হৃদয়ের কথা
বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ।
সে তো এল না,
সে তো এল না,
সে তো এল না,
যারে সঁপিলাম
এই প্রাণ মন দেহ।
আমি হৃদয়ের কথা
বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ।
(৬+৬) music
সে কি মোর তরে পথ চাহে,
সে কি বিরহ-গীত গাহে,
সে কি মোর তরে পথ চাহে,
সে কি বিরহ-গীত গাহে,
যার বাঁশরি-ধ্বনি শুনিয়ে
যার বাঁশরি-ধ্বনি শুনিয়ে
আমি ত্যজিলাম গেহ।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ।
সে তো এল না,
সে তো এল না,
সে তো এল না,
যারে সঁপিলাম
এই প্রাণ মন দেহ।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইল না কেহ।
শফিক





Attention! Feel free to leave feedback.