Raghab Chatterjee - Jagote Ananodo Jogey Lyrics

Lyrics Jagote Ananodo Jogey - Raghab Chatterjee



জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
তোমার যজ্ঞে দিয়েছ ভার
বাজাই আমি বাঁশি
গানে গানে গেঁথে বেড়াই
প্রাণের কান্না হাসি
এখন সময় হয়েছে কি
সভায় গিয়ে তোমায় দেখি
এখন সময় হয়েছে কি
সভায় গিয়ে তোমায় দেখি
জয়ধ্বনি শুনিয়ে যাব
মোর নিবেদন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ




Raghab Chatterjee - Ebong Rabindranath
Album Ebong Rabindranath
date of release
15-02-2015




Attention! Feel free to leave feedback.