Raghab Chatterjee - Kothao Amar Harie Lyrics

Lyrics Kothao Amar Harie - Raghab Chatterjee




কোথাও আমার হারিয়ে যাওয়ার
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন মজুমদার
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
Music 6+6
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার–
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার–
পারুলবনের চম্পারে মোর হয় জানা
মনে মনে।।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
music 6+6
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা
মনে মনে।।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!





Attention! Feel free to leave feedback.
//}