Rima Mukherjee - Ebar Tor Mora Gange Lyrics

Lyrics Ebar Tor Mora Gange - Rima Mukherjee




এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি
প্রাণপণে, ভাই, ডাক দে আজি
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি
প্রাণপণে, ভাই, ডাক দে আজি
তোরা সবাই মিলে বৈঠা নে রে
সবাই মিলে বৈঠা নে রে
খুলে ফেল সব দড়াদড়ি
এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
(মাঝি রে) মাঝি রে
(মাঝি রে) মাঝি রে
(মাঝি রে) মাঝি রে
দিনে দিনে বাড়ল দেনা
ভাই, করলি নে কেউ বেচা কেনা
হাতে নাই রে কড়া কড়ি
দিনে দিনে বাড়ল দেনা
ভাই, করলি নে কেউ বেচা কেনা
হাতে নাই রে কড়া কড়ি
ঘাটে বাঁধা দিন গেল রে
মুখ দেখাবি কেমন করে
ঘাটে বাঁধা দিন গেল রে
মুখ দেখাবি কেমন করে
ওরে, দে খুলে দে, পাল তুলে দে
দে খুলে দে, পাল তুলে দে
যা হয় হবে বাঁচি মরি
এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি
প্রাণপণে ভাই ডাক দে আজি
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি
প্রাণপণে ভাই ডাক দে আজি
তোরা সবাই মিলে বৈঠা নে রে
সবাই মিলে বৈঠা নে রে
খুলে ফেল সব দড়াদড়ি
এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
এবার তোর মরা গাঙে বান এসেছে
"জয় মা" বলে ভাসা তরী
(মাঝি রে) মাঝি রে
(মাঝি রে) মাঝি রে
(মাঝি রে) जइयो कहाँ परदेस



Writer(s): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.