Lyrics Tobu Mone Rekho - Rima Mukherjee
তবু
মনে
রেখো
তবু
মনে
রেখো
যদি
দূরে
যাই
চলে
তবু
মনে
রেখো
যদি
পুরাতন
প্রেম
ঢাকা
পড়ে
যায়
নবপ্রেমজালে
মনে
রেখো
তবু
মনে
রেখো
যদি
থাকি
কাছাকাছি
দেখিতে
না
পাও
ছায়ার
মতন
আছি
না
আছি
মনে
রেখো
তবু
মনে
রেখো
যদি
জল
আসে
আঁখিপাতে
যদি
জল
আসে
আঁখিপাতে
একদিন
যদি
খেলা
থেমে
যায়
মধুরাতে
তবু
মনে
রেখো
এক
দিন
যদি
বাধা
পড়ে
কাজে
শারদ
প্রাতে
মনে
রেখো
যদি
পড়িয়া
মনে
ছলোছলো
জল
নাই
দেখা
দেয়
নয়নকোণে
তবু
মনে
রেখো
তবু
মনে
রেখো
তবু
মনে
রেখো
Attention! Feel free to leave feedback.