Sagar Sen - Kshama Karo More Sakhi Lyrics

Lyrics Kshama Karo More Sakhi - Sagar Sen




ক্ষমা করো মোরে, সখী
শুধায়ো না আর
মরমে লুকানো থাক মরমের ভার
শুধায়ো না আর
যে গোপন কথা, সখী
সতত লুকায়ে রাখি
ইষ্টদেবমন্ত্র-সম পূজি অনিবার
শুধায়ো না আর
তাহা মানুষের কানে
ঢালিতে যে লাগে প্রাণে
লুকানো থাক তা, সখী, হৃদয়ে আমার
শুধায়ো না আর
ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি
সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি
আমি তুচ্ছ হতে তুচ্ছ
সে নাম যে অতি উচ্চ
সে নাম যে নহে যোগ্য এই রসনার
শুধায়ো না আর
ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে
আকাশের তারকারে পূজে মনে মনে
দিন-দিন পূজা করি শুকায়ে পরিছে ঝরি
আজন্ম নীরবে রহি যায় প্রাণ তার
শুধায়ো না আর
ক্ষমা কর মোরে, সখী
শুধায়ো না আর



Writer(s): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.
//}