Sandhya Mukherjee - Tumi Sukhe Theko Lyrics

Lyrics Tumi Sukhe Theko - Sandhya Mukherjee




তুমি সুখে থেকো
তুমি সুখে থেকো
সবই যেও ভুলে
আমি আজও মনে রাখি
এই শুধু মনে রেখো
তুমি সুখে থেকো
ফুলে ফুলে ঢেকে থাক
পাতা ঝরা শাখা
কোকিলের বিলাপে
ভরিয়ে এই একা থাকা
ফুলে ফুলে ঢেকে থাক
পাতা ঝরা শাখা
কোকিলের বিলাপে
ভরিয়ে এই একা থাকা
কোনো ভুল স্বপ্নে গো
যদি শুনো সেই সুর
নাম ধরে ডেকো
তুমি সুখে থেকো
চোখে চোখে ঝরে যাক
সেদিনের সেই কথা
অশ্রুর মণিহারে
গেঁথে নেবো এই ব্যথা
চোখে চোখে ঝরে যাক
সেদিনের সেই কথা
অশ্রুর মণিহারে
গেঁথে নেবো এই ব্যথা
তবু যদি একবারও
ওঠে প্রীতি রামধনু
প্রাণ ভরে দেখো



Writer(s): Pulak Banerjee


Attention! Feel free to leave feedback.