Shireen - Prem Nodite Lyrics

Lyrics Prem Nodite - Shireen



প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে
প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে
তুমি প্রাণে নাহি বাঁচিবা, ডুবিয়া মরিবা
প্রাণে নাহি বাঁচিবা, ডুবিয়া মরিবা
ভাসিয়া যাইবা শেষে স্রোতের টানে
প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে
আগে ষড়ঋতু বশ করে যাও নদীর পাড়ে
রাখিও ভাই গুরুর মন্ত্র, পড়ো মনে মনে তুমি
তুমি পড়ো মনে মনে
আগে ষড়ঋতু বশ করে যাও নদীর পাড়ে
রাখিও ভাই গুরুর মন্ত্র, পড় মনে মনে তুমি
তুমি পড় মনে মনে
তুমি করো রঙ্গঢঙ্গ
করো রঙ্গঢঙ্গ, ছুটে নদীর তরঙ্গ
করো রঙ্গঢঙ্গ, ছুটে নদীর তরঙ্গ
তপ কর গুরুর মালা বসিয়া নিরালে
প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে
যখন হইবে গুরুর সঙ্গ, ঘুচবে মনের আতঙ্ক
থাকবে না ওই ডুবে মরা, রাখিও মনে
তুমি রাখিও মনে
যখন হইবে গুরুর সঙ্গ, ঘুচবে মনের আতঙ্ক
থাকবে না ওই ডুবে মরা, রাখিও মনে
তুমি রাখিও মনে
তখন নাইমা নদীর জলে
নাইমা নদীর জলে, ধ্যান রাইখো তলে
নাইমা নদীর জলে, ধ্যান রাইখো তলে
রঙ্গ রসের প্রেমের খেলা খেলো দুই জনে
প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে
প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে
প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে
প্রেম নদীতে ঝাঁপ দিও না সই গো সাঁতার না জেনে



Writer(s): Borhan Uddin Rana


Shireen - Panjabiwala
Album Panjabiwala
date of release
11-09-2007




Attention! Feel free to leave feedback.