Shireen - Panjabiwala Lyrics

Lyrics Panjabiwala - Shireen




রসিক তেলকাজ্বালা,
লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবী ওয়ালা
রসিক তেলকাজ্বালা,
লাল কুরতাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবী ওয়ালা
বাবরি কাটা তার চুলের বাহার
মুচকি হাসি হাসি মুখটা যে তার
বাবরি কাটা তার চুলের বাহার
মুচকি হাসি হাসি মুখটা যে তার
বাবরি চুল ওয়ালা
লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবি ওয়ালা
রসিক তেলকাজ্বালা,
লাল কুরতাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবী ওয়ালা
বন্দু যদি আমার ভ্রমর হইতো
মনেরি বাগানে সে যে মধু খাইতো
বন্দু যদি আমার ভ্রমর হইতো
মনেরি বাগানে সে যে মধু খাইতো
খেলতো প্রেমের খেলা
লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবী ওয়ালা
রসিক তেলকাজ্বালা,
লাল কুরতাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবী ওয়ালা
মাইনষে বলে তারে কালারে কালা
আমারি কাছে লাগে কতো যে ভালা
মাইনষে বলে তারে কালারে কালা
আমারি কাছে লাগে কতো যে ভালা
কালা গলার মালা
লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবী ওয়ালা
রসিক তেলকাজ্বালা,
লাল কুরতাওয়ালা
দিলি বড় জ্বালারে
পাঞ্জাবী ওয়ালা



Writer(s): habib wahid, abdul gafur hali



Attention! Feel free to leave feedback.