Lyrics Moner Bagane - Shireen
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
পিরিতেরো
এতো
জ্বালা,
বন্দুয়ানা
জানেরে
বনেরো
পাখি
যদি
হইতাম,
উড়িয়া
যাইতাম
কাছেরে
প্রেমিক
ছাড়া
মনেরো
কথারে
সকলেতো
বুঝেনা
ফুলের
মধু
খাইলোনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
মাঝি
থাকিলে
কূলেতে
বসিয়া
ভাটায়
নৌকা
চলে
না
মাঝি
থাকিলে
কূলেতে
বসিয়া
ভাটায়
নৌকা
চলে
না
প্রেমেরো
সাগরে
মাঝি
না
থাকিলে
একলা
জীবন
কাটেনা
নারীরো
যৌবন
জোয়ারের
পানিরে
আজ
আছে
কাল
থাকেনা
চিরো
জীবন
থাকেনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
মনেরো
বাগানে
ফুটিলো
ফুলরে
রসিক
ভ্রমর
আইলোনা
ফুলের
মধু
খাইলোনা
Attention! Feel free to leave feedback.