Shreya Ghoshal feat. Babul Supriyo - Ekta Kotha Bolbo (From "I Love You") - translation of the lyrics into Russian

Lyrics and translation Shreya Ghoshal feat. Babul Supriyo - Ekta Kotha Bolbo (From "I Love You")




একটা কথা বলবো যদি রাখো কি?
একটা কথা বলবো যদি রাখো কি?
তোমার মনেও আমার ছবি আঁকো, আচ্ছা-2
তোমার মনেও আমার ছবি আঁকো, আচ্ছা-2
নেই কাছে যে রং তুলি, ভাবছি তোমায় কি বলি?-2
নেই কাছে যে রং তুলি, ভাবছি তোমায় কি বলি?-2
স্বপ্নরই সাত রং দিয়ে ছবি আঁকবো, মনে রাখবো-4।
স্বপ্নরই সাত রং দিয়ে ছবি আঁকবো, মনে রাখবো-4।
একটা কথা বলবো যদি রাখো হে হে হে
একটা কথা বলবো যদি রাখো হে হে হে
তোমার মনেও আমার ছবি আঁকো
তোমার মনেও আমার ছবি আঁকো
চলো না দূরে কোথাও যায় দুজনে মিলে, মনে জাগে যেথায় পথ হারিয়ে গেলে
চলো না দূরে কোথাও যায় দুজনে মিলে, মনে জাগে যেথায় পথ হারিয়ে গেলে
তবুও যদি গো চাও আজ হারাতে রাজি,
তবুও যদি গো চাও আজ হারাতে রাজি,
আমি তো আছি পাশে তোমার কাছাকাছি
আমি তো আছি পাশে তোমার কাছাকাছি
একথা মন জানালো বন্ধু দুহাত বাড়ালো,
একথা মন জানালো বন্ধু দুহাত বাড়ালো,
আজ নতুন দিনের আলো বন্দু তোমায় চেনাল
আজ নতুন দিনের আলো বন্দু তোমায় চেনাল
ভুলব না এই দিনটাকে লিখে রাখব, মনে রাখবো-4
ভুলব না এই দিনটাকে লিখে রাখব, মনে রাখবো-4
একটা কথা বলব ভেবেছিলাম, আচ্ছা কি কথা?
একটা কথা বলব ভেবেছিলাম, আচ্ছা কি কথা?
নেই তো মনে ইস ভুলে গেলাম বারে।।
নেই তো মনে ইস ভুলে গেলাম বারে।।
কতো যে কথা তোমায় আমি জনাব ভাবি
কতো যে কথা তোমায় আমি জনাব ভাবি
কিছু তো বলা হলো কিছু থাক না বাকি
কিছু তো বলা হলো কিছু থাক না বাকি
ভাবে যেন হাসি দেখি ।তোমারই মুখে
ভাবে যেন হাসি দেখি ।তোমারই মুখে
তুমিও সুখী জানি আজ আমারই সুখে
তুমিও সুখী জানি আজ আমারই সুখে
ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনাল
ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনাল
আজ সবই লাগছে ভালো, স্বপ্ন চিঠি পাঠাল
আজ সবই লাগছে ভালো, স্বপ্ন চিঠি পাঠাল
চিরদিন প্রিয় বন্ধু কে মনে রাখব, পাশে থাকবো-2, মনে রাখবো-2
চিরদিন প্রিয় বন্ধু কে মনে রাখব, পাশে থাকবো-2, মনে রাখবো-2
একটা কথা বলবো যদি রাখো...।।
একটা কথা বলবো যদি রাখো...।।






Attention! Feel free to leave feedback.