Shreya Ghoshal - Gobheere Jaao (Female Version) [From "Baishey Sraabon"] Lyrics

Lyrics Gobheere Jaao (Female Version) [From "Baishey Sraabon"] - Shreya Ghoshal




গভীরে যাও আরও গভীরে যাও
এই বুঝি তল পেলে ফের হারালে
প্রয়োজনে ডুবে যাও
জানলা জুড়ে মানুষের কান গলির ভাঁজে ভ্রমরের প্রান
গনিকার গান লেগে থাকে তার ডানায়
আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়
আর উড়ে আসা ধুসর চোখে সিগারেটের ছাই
নদীর বুকে ঘরের খোঁজে কাটেনি দিন খুব সহজে
বহু বছর মেখেছি রুপোর বালি
সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল
আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল





Attention! Feel free to leave feedback.