Lyrics Eito Ami Chai (From "Hemlock Society") - Shreya Ghoshal
এইতো আমি চাই
মাখবো গায়ে সোনা হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায় চাঁদ আর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
বুনতে বুনতে ফুরায় সময় গুনতে গুনতে দিন
এভাবেই চল খেলি আমাকে যা খুশি ডাকিস
ঘাস ছুলে পা দুটো কেন তুই চোখ বুজে থাকিস
আমিও আদরে পড়ছি ধরা
আমিও আদরে পড়ছি ধরা
চল এবার ফিরে যাই মেখে দেখি শহরতলি
সোরগোলে মুখ তুলে তোকে ঠিক কোন কথা বলি
আমিও আদরে পড়ছি ধরা
আমিও আদরে পড়ছি ধরা

Attention! Feel free to leave feedback.