Shreya Ghoshal - Chawl Raastaye (From "Autograph") Lyrics

Lyrics Chawl Raastaye (From "Autograph") - Shreya Ghoshal




চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর তুই থারমোমিটারে এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস



Writer(s): DEBAJYOTI MISHRA, SRIJATO



Attention! Feel free to leave feedback.